২১ থেকে ২৫ মার্চ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি বন্ধ
সাদাকালো নিউজ
২১ মার্চ ভোর থেকে ২৫ মার্চ পর্যন্ত রেলওয়ের টিকিট অনলাইনে বিক্রি বন্ধ থাকবে। অনলাইন টিকেটিং ব্যবস্থাপনা নতুন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য এ কার্যক্রম বন্ধ রাখা হবে। আজ সোমবার রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান।
অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকলেও পাঁচদিন শতভাগ টিকিট বিক্রি হবে ম্যানুয়ালি। এ সময়ের মধ্যে সব যাত্রীদের স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, এখন রেলের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বাকি টিকিট বিক্রি হয় কাউন্টারে।
অনলাইন টিকেটিং পরিষেবা পরিচালনার জন্য রেলওয়ে সম্প্রতি সহজ লিমিটেডের নেতৃত্বে আগামী ৫ বছরের জন্য একটি যৌথ উদ্যোগী সংস্থাকে নিয়োগ দিয়েছে।
২৬ মার্চ ভোর থেকে এই দায়িত্ব নেবে সহজ।