২১টি পেইজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে মানুষ ঠকাতো তাঁরা!
সাদাকালো নিউজ
ফেসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ করেন তাঁরা। ব্যবহারের অযোগ্য ও নষ্ট এসব পণ্য কিনে দীর্ঘদিন ধরে ঠকে আসছিলেন গ্রাহকেরা। তবে শেষ রক্ষা হয়নি ঠকবাজদের। এসব কাণ্ডে জড়িত চক্রের প্রধানসহ ৫ জনকে ধরেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
১৭ এপ্রিল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। ধরা পড়া ব্যক্তিরা হলেন বাপ্পি হাসান, আরিফুল ওরফে হারিসুল, সোহাগ হোসেন, বিপ্লব শেখ এবং নূর মোহাম্মদ।
সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের সদস্যরা ২১টি ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করে আসছিল। প্রতিদিন শতাধিক মানুষকে ঠকিয়া আসছিল তারা।
আসছে ঈদকে কেন্দ্র করে ঠকবাজ চক্র যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য জোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার রাজীব আল মাসুদ।