২০ লাখ টাকা বিনিয়োগেই লেনদেন এসএমইতে
সাদাকালো নিউজ
বর্তমান সময়ে পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমই প্লাটফর্মে শেয়ার কেনা-বেচা করতে পারবেন বিনিয়োগকারীরা। এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে পাঠিয়েছে ডিএসই।
চিঠিতে বলা হয়, জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত যেসকল বিনিয়োগকারীর বেনিফিশিয়ারি ওনার্স(বিও) হিসাবে ২০ লাখ টাকার শেয়ার রয়েছে, তারা হচ্ছেন কোয়ালিফাইড ইনভেস্টর। তারা সেকেন্ডারি মার্কেট, এসএমই মার্কেট এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) শেয়ার কেনাবেচা করতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, ৩০ মার্চ সময়ের মধ্যে যে সমস্ত বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে তাদের তথ্য ডিএসইতে আগামী ১০ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।