২০ বছর পর অস্ট্রেলিয়া জয় করলো পাকিস্তান
সাদাকালো নিউজ
তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচ হারার পর পরের দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্সে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
এদিন লাহোরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। পাকিস্তানের বোলিং তোপের মুখে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১১ রান। পাকিস্তানের রউফ ও মোহাম্মদ ওয়াসিম ৩টি করে উইকেট নেন।
সিরিজ জিততে ২১১ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে।
দ্বিতীয় উইকেটে ২০৫ বলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন ওপেনার ইমাম উল হক ও অধিনায়ক বাবর আজম। ৮৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৬তম সেঞ্চুরির স্বাদ পান বাবর। এতে ৭৩ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ম্যাচ এবং সিরিজসেরা হন বাবর আজম।
আগামী ৫ এপ্রিল সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।