২০০০ ডলার ছাড়ালো স্বর্ণ
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক বেড়েছে। প্রতি আউন্সের মূল্য ২০০০ ডলার ছাড়িয়েছে। প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের দর হ্রাস পেয়েছে। এছাড়া ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে মূল্যবান ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়েছে। তাতে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ আভাসে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০২০ ডলার ০৪ সেন্টে। এর আগে বেঞ্চমার্কটির ব্যাপক দাম বাড়ে। প্রায় ১ বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে। আউন্সপ্রতি মূল্য দাঁড়ায় ২০২৪ ডলার ৭৯ সেন্টে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৮ ডলার ৩০ সেন্টে।
হাই রিজ ফিউচার্সের ধাতু বাণিজ্যর পরিচালক ডেভিড মেগের বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি মন্থর রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি চাপ বাড়ছে। ফলে স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।