১৮.২ ওভারেই শেষ!
আবু হায়দার রনি বিকেলে পুত্রসহ হাজির মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। অথচ তখন তাঁর থাকার কথা বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্সের বিপক্ষে বোলিং কিংবা ব্যাটিংয়ে। পরিচয়ে বাঁহাতি পেসার হলেও আবু হায়দার এবার ব্যাট হাতেও প্রিমিয়ার লিগে দলকে জিতিয়েছেন। সেই তিনি সাভার থেকে এতটা পথ পাড়ি দিয়ে মিরপুরে আসতে পেরেছেন অভাবিত এক কাণ্ডে।
বাংলাদেশের জার্সিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে মাত্র ১৫ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে সব সময়ই আলোচনায় থাকেন আবু হায়দার।
গাজী টায়ার্স, রূপগঞ্জ টাইগার্স—নামগুলোর মাঝে অন্ত্যমিল আছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি এবার খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। মাঠের অভিজ্ঞতা থেকে এবারের ‘দানবীয়’ ক্রিকেটের একটি ব্যাখ্যায় তিনি এই অন্ত্যমিলের কথাই বলেছেন, ‘এবার গাজী গ্রুপের তিনটি দল ডিপিএল খেলছে। ওরা হয়তো মনে করেছে একটি দল ভালো করে, দুটি দল কোনো রকম বানাবে।’ মাঠের নৈপুণ্যে অলকের বক্তব্যের পক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণও আছে। গাজী টায়ার্স, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মালিকানা একই ছায়াতলে। তো, এর মধ্যে রূপগঞ্জ টাইগার্স এখনো জয়ের মুখ দেখেনি। গাজী টায়ার্স দুটি ম্যাচ জিতেছে, যার একটি আবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। অন্যদিকে গাজী গ্রুপের ‘স্নেহধন্য’ গাজী গ্রুপ ক্রিকেটার্স পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে। সুপার লিগের রেসে আছে ভালোভাবেই।
তবে এবার ভোটের হিসাবে সুপার লিগের বাড়তি গুরুত্ব নেই। আগে সুপার লিগে ওঠা ক্লাবের ভোট ছিল দুটি করে। বিতর্কিত সেই সিদ্ধান্ত গঠনতন্ত্র থেকে ছেঁটে ফেলছে বিসিবি। ভোট সেই একটিই। তাই এবার সুপার লিগে ওঠা নিয়ে তেমন দৌড়ঝাঁপ নেই। শিরোপা জয়কে লক্ষ্য ধরেও খুব বেশি ক্লাব ঘর গোছায়নি। আবাহনী ড্রেসিংরুম বোঝাই করে নামি ক্রিকেটারদের নিয়েছে। এরপর শেখ জামাল ধানমণ্ডি, মোহামেডান, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ভিড়ে আচমকা জায়গা করে নিয়েছে শাইনপুকুর। এই ক্লাবটিকে এত দিন আবাহনীর ‘বি টিম’ ধরা হতো। সেই অপবাদ ঘুচিয়ে শাইনপুকুর এখন পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে।
সুপার লিগে আসর গড়ানোর আগে দলগুলোর পার্থক্য এত বেশি চোখে পড়ছে যে, শিরোপাপ্রত্যাশী খালেদ মাহমুদকেও ভাবিয়ে তুলেছে। গত পরশু কালের কণ্ঠকে তিনি এবারের লিগের অসম লড়াইয়ের ব্যাখ্যায় একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন, ‘বেশির ভাগ খেলোয়াড়কে চিনিই না। ঢাকা লিগে এ রকম কখনো হয়নি। কয়েকটি ছাড়া বাকি দলগুলো খুবই সাধারণ মানের।’
প্রথম শ্রেণির পর ঢাকা লিগ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে সরাসরি মাঠ থেকে। কর্তৃপক্ষ শুনছেন কি?
সেই সব ম্যাচ
৬.২ ওভারেই লক্ষ্য তাড়া
বিকেএসপিতে গতকাল মোহামেডানের বিপক্ষে ১২ ওভারে ৪০ রানে অল আউট হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। লক্ষ্যটা ৬.২ ওভারেই করে ফেলে মোহামেডান। এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি ৯ ম্যাচের মাত্র দুটি জিতেছে।
টি-টোয়েন্টির ঝাঁজ
একই অবস্থা নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামেও। আবাহনীর বিপক্ষে ৯৯ রানে অল আউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়নরা এই রান তাড়া করে ১০.৪ ওভারে, ৮ উইকেট হাতে রেখে।
৪০ মিনিটে ম্যাচ শেষ
গত পরশু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শাইনপুকুরের বিপক্ষে ১১০ রানে অল আউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়া করতে শাইনপুকুরের লেগেছে মাত্র ৯ ওভার। তারা ম্যাচ জিতেছে ১০ উইকেটে।
আবার আবাহনী
২০ মার্চ, একই মাঠ, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। শুধু আবাহনীর প্রতিপক্ষ ভিন্ন। এবার ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে গুটিয়ে আবাহনী লক্ষ্য তাড়া করে ১২.৩ ওভারে, ৮ উইকেট হাতে রেখে।