১৮ মার্চ সব মহানগরে বিক্ষোভ করবে বিএনপি!
সাদাকালো নিউজ
এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ‘সর্বগ্রাসী দুর্নৗতির’ প্রতিবাদে ও যুগপৎে আন্দোলনের ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ শনিবার দেশের মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন থেকে এ কথা বলেন তিনি।
ফখরুল তার দল ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি। এ ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। ঠিক এ মুহূর্তে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনার অজুহাতে বিএনপির ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। মানুষের ধৈর্যের সীমা আছে। দীর্ঘদিন মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না।’
মানুষের আন্দোলনের উর্মীমালায় এক সময় সরকারবে ভেসে নিয়ে যাবে বলেও দাবি করেন তিনি।
বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো নির্বাচন অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন মির্জা ফখরুল।
বিএনপি নির্বাচনে আসবে- ক্ষমতাসানী দলের মন্ত্রীদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘মন্ত্রীরা বলছেন, বিএনপি নির্বাচন করবে। আমি বলতে চাই- বিএনপি এই সরকার, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন শুরু করেছি। ১০ দফা দিয়েছি। সংসদ বাতিল করে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।
মির্জা ফখরুল ’৯৬ সালে জামায়াত-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার আন্দোলনের কথা উল্লেখ করেন।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘সেই সময় ১৭৩ দিন হরতাল করেছিলেন। আজকে অগ্নিসন্ত্রাসের কথা বলেন। ১৭৩ দিন অগ্নিসন্ত্রাস করেছেন। গানপাউডার দিয়ে বাসে মানুষ হত্যায় মেতে ওঠেছেন। লগিবৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন।’
তিনি ভারতীয় শিল্পগোষ্ঠি আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি দেশ বিরোধী আখ্যায়িত করে বলেছেন, তরা ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।