১৫ নভেম্বর থেকে অফিস ৯টা থেকে ৪টা
সাদাকালো নিউজ
আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সরকারপ্রধান।
বৈঠক শেষে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং সরকারের অধীনে অন্য যেসব অফিস আছে সেগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’
এর আগে ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করে মন্ত্রিসভা। একইসঙ্গে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।