১৫৬ রানে ইংলিশদের থামালো বাংলাদেশ
সাদাকালো নিউজ
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সিদ্ধান্তের যথার্থতা অবশ্য পাওয়ার প্লেতে দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। সময়ের আগানোর সঙ্গে সঙ্গে অবশ্য প্রমাণ দিয়েছে।
পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫১ রান তোলে ইংল্যান্ড। ১০ম ওভারের শেষ বলে ফিল সল্টকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। পরে ওই তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। তিনি ফেরান ডেভিড মালানকে। ৭ বলে ২ রান করে ফেরেন।
পরে বাটলার ও বেন ডাকেট জুটি গড়ে এগিয়ে নিতে থাকেন ইংল্যান্ডকে। ডাকেটকে বোল্ড করে মুস্তাফিজ ভাঙেন জুটি। ডাকেট ফেরেন ২০ রানে। হাফ সেঞ্চুরি করা জস বাটলার হাসান মাহমুদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। স্যাম কারান, ক্রিস ওকসরা একের এক ফেরেন। কেউই রান দুই অঙ্কের কোটায় নিতে পারেননি।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন দুইটি উইকেট। এছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা একটি করে উইকেট নেন।