১২০ টাকায় পুলিশে চাকরি, যা বলছে নিয়োগপ্রাপ্তরা
সাদাকালো নিউজ
রাঙ্গামাটিতে ঘুষ, তদবির ছাড়াই মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পাওয়া ১৬ নারী-পুরুষ আনন্দে আত্মহারা। প্রত্যেকের পরিবার অস্বচ্ছল। চাকরি পাওয়ার পর পরিবার নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। এ ধরনের নিয়োগ শতভাগ স্বচ্ছতার দৃষ্টান্ত, বলছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহণ করে। চূড়ান্তভাবে ১৬ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি দেয়া হয়। এর মধ্যে পুরুষ ১৪ জন, নারী ২ জন।
নিয়োগ প্রার্থীরা জানান, ফরম আর রেজিস্ট্রেশন ফি বাবদ মাত্র ১২০ টাকা নেয়া হয়েছে। এটা ছাড়া আর কোনো ধরনের টাকা পয়সা লাগেনি। এ কারণে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানান তাঁরা।
পুলিশে চাকরি পাওয়া বশিরউল আলম দেশের একটি গণমাধ্যমকে জানান, এবারেই প্রথম পুলিশে চাকরির জন্য আবেদন করেন। কোনো ধরনের ঘুষ ও তদবির ছাড়াই চাকরি পেয়ে সে খুবই আনন্দিত।
পুলিশে চাকরি পাওয়া প্রার্থীদের অভিভাবকরা জানান, তাঁরা এখনো বিশ্বাস করতে পারছেন না যে, টাকা ছাড়াই পুলিশে চাকরি হয়। কঠিন প্রতিযোগিতামূলক তদবিরবিহীন স্বচ্ছ নিয়োগ কার্যক্রমের জন্য বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা।