১১ বছর পর মিরপুরে সিরিজ খেলবে মেয়েরা
সাদাকালো নিউজ
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যামেরার সব ফোকাস থাকে সাকিব আল হাসান-তামিম ইকবালদের দিকেই। দিনে দিনে মেয়েদের ক্রিকেট উন্নতির পরশ পেলেও হোম অব ক্রিকেটে তারা যেন ব্রাত্য।
অবশেষে প্রায় এক যুগ পর (১১ বছর) শের-ই-বাংলায় দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগামী জুলাইয়ে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। দুই সংস্করণের সেই সিরিজের সবগুলো ম্যাচেই হারমনপ্রীত কাউর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল খেলবে মিরপুরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং থেকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতের ঢাকায় আসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সিরিজের সূচি নির্ধারিত হয়নি।
নারী উইংয়ের একটি সূত্র জানিয়েছে, ‘ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচই মিরপুরে হবে। এখনও সিরিজের সূচি নির্ধারিত হয়নি। আশা করি দ্রুতই হয়ে যাবে।’
সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ১১ বছর পর আবার হোম অব ক্রিকেটে খেলতে দেখা যাবে লাল সবুজের মেয়েদের।
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে এই সিরিজ খেলতে আসবে ভারত। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবগুলোতে জিতে শীর্ষে আছে দেশটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে একটি ম্যাচও জেতেনি জ্যোতির দল। অবস্থান অষ্টম স্থানে। ভারতের বিপক্ষে নিজেদের মাঠে প্রথম জয়ের দেখা পাবে তো বাংলাদেশ?