১০ দিনে ২ আটহাজারি শৃঙ্গ স্পর্শ তরুণীর
সাদাকালো নিউজ
১০ দিনে ২ আটহাজারি শৃঙ্গ স্পর্শ তরুণীর! নির্মল পূর্জার রেকর্ড ভেঙে ফেলবেন নাকি
বেশি দিন হয়নি, পর্বতারোহী নির্মল পূর্জা এক অতি-মানবিক বিশ্বরেকর্ড গড়েছেন । ২০১৯ সালে ছ’মাসে ১৪টি আট-হাজারি পর্বত সামিটের রেকর্ড গড়েছেন তিনি৷ তাঁর এই রেকর্ডকে অনেকেই অনতিক্রম্য বলে মনে করেছেন। তবে তা হয়তো সত্যি নয়। কারণ ইতিমধ্যেই আর এক তরুণী পর্বতারোহী নির্মল পূর্জার রেকর্ড ভাঙবেন বলে পণ করেছেন। শুরুও করেছেন একের পর এক শৃঙ্গে আরোহণ।
৩৬ বছরের স্ক্যান্ডিনেভিয়ান মহিলা পর্বতারোহী ক্রিস্টিন হ্যারিলা গত মাসের ২৮ তারিখে অন্নপূর্ণা শৃঙ্গ সামিট করেন। এর পরেই তিনি বেরিয়ে পড়েন ধৌলাগিরি শৃঙ্গ অভিযানে। আজ, ৮ মে সেই শৃঙ্গেও সফল আরোহণ করেছেন তিনি। এর পরেই তাঁর গন্তব্য কাঞ্চনজঙ্ঘা। নেপালের আটহাজারি শৃঙ্গগুলোর মধ্যে এই তিনটিই অন্যতম কঠিন। পরপর এই তিনটিই সবার আগে সেরে রাখছেন ক্রিস্টিন।
পৃথিবীর প্রথম আরোহী হিসেবে সবচেয়ে কম সময়ে, মাত্র ছ’মাসে ১৪টি আটহাজারি শৃঙ্গ আরোহণ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের এপ্রিল মাসে ‘মিশন প্রজেক্ট পসিবল’ শুরু করেছিলেন নির্মল পুর্জা। যে মিশন পর্বতারোহীদের কাছে এত বছর ধরে ‘মিশন ইমপসিবল’ ছিল। তিনি সেটা পসিবল করে দেখাতে চেয়েছেন তিনি। তাই তাঁর মিশনের নাম-ও ‘প্রজেক্ট পসিবল ১৪/৭’।