হোয়াইটওয়াশের মিশনে নামছে টাইগাররা
সাদাকালো নিউজ
টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সুযোগ রয়েছে সফররত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দেয়ার। সেই লক্ষ্যেই মঙ্গলবার মাঠে নামছে স্বাগতিকরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ দল। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা দেখিয়েছে তাদের ম্যাচ জেতার ক্ষুধা কতটুকু! সেদিন খেলেছেও একপেশে। আর জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে মাত্র ১৫৬ রান তুলতে পেরেছে সফররত ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি বাংলাদেশ। ১২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হাথুরুসিংহের শিষ্যরা।
দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। জিতেছে ৪ উইকেটে। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান তুলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সিরিজের দুই ম্যাচসহ টি-টোয়েন্টিতে কেবল তিনবার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এখন দু’দলের জয়ের পাল্লা বাংলাদেশেরই ভারী। যাইহোক, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।