হিরো আলমের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন তাসরিফ!
সাদাকালো নিউজ
ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সংগীতশিল্পী তাসরিফ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আলোচিত ইউটিউবার হিরো আলম। ফেসবুক লাইভে এসে তাসরিফের এ অসুখকে তার অহঙ্কারের পতন বলে মন্তব্য করেছিলেন তিনি। সঙ্গে অভিশাপও দেন। তবে এর জবাবে হিরো আলমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাসরিফ।
১১ই মার্চ রাতে এক ফেসবুক লাইভে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান তাসরিফ। সেখানেই এক ফাঁকে জানান, হিরো আলম তাকে নিয়ে যে অভিশাপ দিয়েছেন তাতে কিছু মনে করেননি তিনি। বরং হিরো আলমের সৎ সাহস, ডেডিকেশনের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।
হিরো আলমের উদ্দেশে তাসরিফ বলেন, ‘আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আপনি বলেছেন- চাঁদপুরে একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাবো না! এই তথ্যটা আপনাকে যেই দিয়ে থাক না কেন- এটা মনগড়া, একটা ভুল তথ্য।’
তাসরিফ আরও বলেন, ‘আপনাকে আমি জানাতে চাই- যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস, ডেডিকেশন- এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। অতএব আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা।’
তিনি আরও বলেন, ‘আপনি যে কাজ করেন সেটা আমি সাপোর্ট করি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি, তবে দয়া করে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না। আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
এর আগে ১০ই মার্চ রাতে লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহ্ পাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। তারি একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্ পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের কী অবস্থা করেছে দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহংকারের পতন।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাবো, সে বলেছে- হিরো আলম ওখানে গেলে আমি যাবো না। আজকে তার অবস্থা দেখেছেন?’
এরপর অনেকের নাম উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু লোক বলেছে- হিরো আলম কিসের হিরো। আমি তাদেরকে ধিক্কার জানাই, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ্র কাছে বলি তাদেরকে প্যারালাইসিস দিয়ে দেও আল্লাহ্।’