‘হিট অব দ্য মোমেন্ট’, হারমানপ্রীতের বিতর্কিত কান্ডে স্মৃতি
সাদাকালো নিউজ
ম্যাচে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে আগেই আলোচনায় এসেছিলেন অধিনায়ক হারমানপ্রীত কাউর। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে আরও একবার আলোচনায় এলেন আম্পায়ারদের নিয়ে কথা বলে, এরপর বাংলাদেশ দলকেও দিলেন খোঁচা। দিনের সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন তিনি, অধিনায়ক হিসেবেও তারই আসার কথা সংবাদ সম্মেলনে। তবে তিনি এলেন না শেষমেশ, এলেন স্মৃতি মান্ধানা।
কেন এলেন না হারমানপ্রীত? এমন প্রশ্নের জবাব স্বাভাবিকভাবেই দিতে হয়েছে স্মৃতিকে। বললেন, ‘এমনিতেই আসেনি, বিশেষ কোনো কারণ নেই।’ এরপর আরও বেশ কিছু প্রশ্নে মিশে রইলেন হারমানপ্রীত। স্মৃতি উত্তরও দিলেন বেশ সমঝে।
ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণ হিসেবে স্মৃতি দেখলেন তার সতীর্থের আবেগটাকেই। তিনি বলেন, ‘এমন কিছু ছেলেদের ক্রিকেটেও হয়েছে, এখন মেয়েদের ক্রিকেটেও হচ্ছে এই তো। যখন আপনি ভারতের হয়ে খেলছেন, তখন আপনি জিততেই চাইবেন কেবল। এটা হয়েছে ওই ‘হিট অব দ্য মোমেন্ট’-এ। আমার মনে হয়েছে তার আউটের সিদ্ধান্তটা নিয়ে সে খুশি ছিল না। সে ভেবেছে সে আউট নয়, আর বিষয়টা বেরিয়ে এসেছে। কিন্তু হ্যাঁ, বিষয়টা স্রেফ হিট অব দ্য মোমেন্টই ছিল, এর বেশি কিছুই নয়।’
এরপরই তাকে জানানো হয় বাংলাদেশের সঙ্গে পুরস্কার বিতরণীতে তার কথা চালাচালির বিষয়টি। তবে স্মৃতি সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। তার কথা, ‘আমি জানি না সে বাংলাদেশ অধিনায়ককে কিছু বলেছে কি না। সে আম্পায়ারদের নিয়ে কিছু বলেছে। এটাই আমি শুনেছি, পোস্ট ম্যাচে। এর বেশি কিছু হয়েছে কি না, তা আমি জানি না।’
এরপর তিনি জানান, রেকর্ড করা হয়নি বলে এই বিষয়ে কোনো কিছু বলা থেকে বিরত থাকবেন। তার কথা, ‘আমার মনে হয় এটা রেকর্ড করা হয়নি, আর ম্যাচ শেষে অমন হয়ওনি। তো আমরা এমন কিছু নিয়ে কথা বলতে পারব না, যা ক্যামেরায় ধারণ করা হয়নি। তাই এ বিষয়ে কথা না বলি, তাই ভালো।’