হিজাব বাধ্যতামূলক, ইরানে ফের নীতি পুলিশের টহল
সাদাকালো নিউজ
ইরানের নৈতিকতা পুলিশ ফের রাস্তায় ফিরে এসেছে। সমালোচিত এই বাহিনী সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করেছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র সৈয়দ মুনতাজার লামহাদ রবিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের গণমাধ্যমগুলো জানায়, নৈতিকতা পুলিশের টহল আবার শুরু হয়েছে। তারা পায়ে হেঁটে ও গাড়িতে করে টহল দেবেন। ইসলামি প্রজাতন্ত্রের আইন অনুযায়ী জামা পরিধান না করলে নারী, কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরও সতর্ক করবেন তারা। তাতেও না হলে তাদের আটক করে সংশোধনাগারে কেন্দ্রে পাঠাবেন।
২০২২ সালের ১৬ সেপ্টেম্বর নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। যথাযথভাবে স্কার্ফ না পরার অভিযোগে মৃত্যুর তিন দিন আগে তাকে রাজধানী তেহরান থেকে গ্রেপ্তার করা হয়।
২২ বছর বয়সি এই কুর্দি নারীর মৃত্যুতে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। কয়েক মাসের সংঘাত নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় পাঁচ শত বিক্ষোভকারী নিহত হন। সংঘাতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হন।
এ ঘটনার পর দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চাপের মুখে পড়ে ইরান। ফলে সাময়িকভাবে নীতি পুলিশের কার্যক্রম বন্ধ করা হয়। ১০ মাস পর সম্প্রতি তা ফের আবার শুরু হলো।