হঠাৎ ফিট সাকিব, যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়
তানজিলা ফাহিম
মানসিকভাবে খেলার জন্য ফিট নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবিও তার কথা রেখে বিশ্রামের ব্যবস্থা করে দেয়। তবে দুবাই থেকে সাকিব ফিরলে জানা গেল নতুন তথ্য। ফিট রয়েছেন এই টাইগার অলরাউন্ডার, যাবেন দক্ষিণ আফ্রিকায়।
শনিবার মিরপুরে বিসিবির সঙ্গে বৈঠকের পর এ কথা সাকিব আল হাসান নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। গত রবিবার মানসিকভাবে খেলার জন্য ফিট না থাকার জন্য সাকিব আল হাসানকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ৫০ দিনের বিশ্রাম দিয়েছিল বিসিবি।
কিন্তু হঠাৎ করেই এই ইস্যুতে নতুন মোড় নেয়। দুপুরের দিকে বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। বিসিবি কার্যালয়ে তাদের বৈঠক শেষে সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল মনে করছেন তিনি।
এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। সাকিব ইস্যুতে বিতর্কে যেতে চান না বিসিব বস। এ বিষয়ে পাপন বলেন, ‘আমি চাচ্ছি এই বির্তকের এখানেই অবসান হোক। সে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে চাচ্ছে, বোর্ডও তার কথাতে সায় দিচ্ছে। আমার মনে হচ্ছে এটা হলে ভালো হবে।’