হঠাৎ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী শ্রীলেখা!
নাফিজা আক্তার
সবাইকে ছেড়ে চলে গেছেন ওপার বাংলার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অভিষেক চট্টোপাধ্যায়। গেল বুধবার দিনগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের একাধিক ছবির নায়কের হঠাৎ করে চলে যাওয়ায় দারুণভাবে নাড়া দিয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
এর পাশাপাশি অভিষেকের চলে যাওয়ার পর তার বাড়িতে সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় বিরক্তিতে ফেলেছে অভিনেত্রীকে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীলেখার সাফ কথা, ‘আমি যখন দুনিয়া থেকে বিদান নেবো তখন যেন আমার বাড়িতে মিডিয়া এবং ইন্ডাস্ট্রির লোকজনের সার্কাস না হয়।’
নিজের ফেসবুক আইডিতে এমন কথা লেখেন নায়িকা। কিন্তু কেন? কোন অভিমানে তিনি এভাবে ক্ষোভ ঝাড়লেন?
বিষয়টি পরিস্কার করে শ্রীলেখা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, যখন আছি তখন কেউ খোঁজ নেবেন না। চলে যাওয়ার পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। নিঃশ্বাস থাকতে আমার সব খারাপ আর চলে যাওয়ার পরে সব ভালো- এটাও আমার কাম্য নয়।
অভিনেত্রীর ইচ্ছা, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখন তার বাড়িতে মিডিয়া এবং ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। দুনিয়ার ছাড়ার পরও যেন না থাকে।
শ্রীলেখা জানান, তার এই ইচ্ছে তিনি মেয়েকে এবং ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তার শেষযাত্রায় থাকবেন শুধু আত্মীয় আর কাছের মানুষ।