হঠাৎ আলোচনায় বিন্দু
সাদাকালো নিউজ
মিষ্টি তাঁর হাসি। হৃদয় দোলানো তাঁর দু চোখের চাহনি। কণ্ঠে মায়ার ছড়াছড়ি। নজরকাড়া সৌন্দর্যের প্রমাণ দিয়েই শোবিজে পা রেখেছিলেন তিনি। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে টিভি নাটকে সমসাময়িকদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ বিয়ে করে ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর থেকেই আর কোনো খবর নেই।
বলছি, লাক্স তারকা আফসান আরা বিন্দুর কথা। শোবিজ অঙ্গনে শুধু বিন্দু নামে সুপরিচিত। দেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী তিনি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ থেকে শোবিজে তাঁর পথচলা। একই বছর ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করেন চলচ্চিত্রে। সর্বশেষ ২০১৫ সালে শাকিব খানের বিপরীতে ‘এইতো প্রেম’ সিনেমায় দেখা যায় তাঁকে।
এরপর গুণে গুণে কেটে গেছে সাতটি বছর। কোথাও দেখা নেই দীর্ঘাদেহী এই অভিনেত্রীর। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেখানে জীবনের নানা দিক নিয়ে কথা বলেন বিন্দু। সঙ্গে দেন ফেরার বার্তা।
তবে এ ক্ষেত্রে ব্যাটে-বলে মেলার অপেক্ষায় রয়েছেন নায়িকা। মনের মতো গল্প এবং চরিত্র না পেলে তিনি হয়তো আর কোনো দিন অভিনয়ে ফিরবেন না বলেও সাফ জানিয়ে দেন।
জানা গেছে, বনানীতে একটি ফ্যাশন হাউস খুলেছেন এই অভিনেত্রী। সেখানে নিজেই ডিজাইন করেন। সারা দিন হাউসেই সময় দেন।