হজ নিবন্ধনের জন্য আজ বিশেষ ও শেষ সুযোগ
সাদাকালো নিউজ
‘হজযাত্রীদের অনুরোধে’ নিবন্ধন প্রক্রিয়ার জন্য আজ মঙ্গলবার সার্ভার খোলা রাখা হয়েছে। হজ নিবন্ধনের জন্য এই বিশেষ সুযোগের পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে গত ২০ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর গত ১৬ এপ্রিলের পত্র এবং হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার ২৫ এপ্রিল দিনের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিবন্ধনের স্বার্থে আজ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করেছে ধর্মমন্ত্রণালয়।
আজকের পর আর কোনোক্রমেই সময় বৃদ্ধি করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। কোট পূরণ হতে বাকি আছে ৭ হাজার ৫০৩ জন।