হজে গিয়ে ভিক্ষা করা মতিয়ারের গোপন জীবন প্রকাশ্যে
সাদাকালো নিউজ
ছাত্র থাকা অবস্থায় ডানপিটে ছিলেন তিনি। একটা সময় জড়িয়ে পরেন খারাপ দলের সঙ্গে। খারাপ কাজ করতে গিয়ে দুটি হাতও হারান। এরপর পেশা বদলে অনেকটা গোপনে হয়ে যান ভিক্ষুক। দেশ-বিদেশে গিয়ে বিভিন্ন কৌশলে ভিক্ষা করতে শুরু করেন। বিশেষ করে প্রতি বছর হজের মৌসুমে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করেন। এভাবে গত ১৫ বছর ভিক্ষা করে কয়েক লাখ টাকা আয় করেন। ভিক্ষার টাকায় নিজ গ্রামে অঢেল সম্পদও গড়েছেন তিনি।
তাঁর নাম মতিয়ার রহমান মন্টু। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের বাসিন্দা। ষাটোর্ধ্ব এই ব্যক্তি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এর আগে ২০১০ ও ২০১২ সালে মতিয়ারের বিরুদ্ধে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিসহ বেশকিছু অভিযোগ জমা পড়েছিলো গাংনী থানায়। সেগুলো থেকে ইতিমধ্যে খালাস পেয়েছেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হয়নি তাঁর। হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি পুলিশের হাতে ধরা খান।
স্থানীয়রা বলছেন, কম খরচে ভারত হয়ে হজে যাওয়া সহজ হওয়ায় প্রতিবছর হজে যান মতিয়ার। সেখানে গিয়ে ভারত-পাকিস্তানের লোকজনকে সংঘবদ্ধ করে সৌদিতে ভিক্ষা করেন মতিয়ার। হজের মৌসুম শেষ হলে দেশে ফিরে আসেন। তবে বেশিদিন গ্রামের বাড়িতে থাকেন না। বিভিন্ন স্থান, বিশেষ করে ভারতে বেশিরভাগ সময় কাটে তাঁর।