স্ত্রীর পরিচয় গোপন করে বিয়ের খবর দিলেন অভিনেতা ফারহান
সাদাকালো নিউজ
বহুজনের সাথে প্রেমের গুঞ্জন ছিলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের। সেসকল গুঞ্জনের মুখে চুনকালি দিয়ে নিজের বিয়ের খবর জানিয়েছেন জোভান।
শুক্রবার রাতে তিনি হঠাৎ করেই বিয়ের খবর জানিয়েছেন ভেরিফায়েড ফেসবুকে।
স্ত্রীর নাম-পরিচয় গোপন রেখেই স্ত্রীর সাথে তোলা একটি সাদা কালো ছবি পোস্ট করেন জোভান।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, জোভান হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন একটি নারীকে। গোপনীয়তা রাখতে ঝাপসা করে দেওয়া আছে ওই নারীর মুখ।
ছবির ক্যাপশনে লিখেছেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’
সূত্র বলছে, পারিবারিকভাবেই নাকি বিয়ে হয়েছে। শিগগিরই সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা সারবেন।
এই যুগে কিছু গোপন রাখা কঠিন। জোভানের কয়েকজন বন্ধু ফাস করে দিয়েছেন তার হবু বউয়ের নাম ‘সাজিন আহমেদ নির্জনা’।
পুরান ঢাকার নির্জনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বেশ আগে থেকেই পরিচয় ছিলো তাদের। একসঙ্গে দুজনকে ঘোরাঘুরি করতেও নাকি দেখা গেছে।
শনিবার সকাল ১১টা বাজতেই ছবিতে ৬৬ হাজার রিঅ্যাকশন পড়েছে। ধোয়াসায় ভরা ছবিতে ৮ হাজারের বেশি মন্তব্য করেছে তার ভক্তরা।
সাম্প্রতিক জোভান অভিনীত বছরের প্রথম নাটক ‘বউয়ের বাড়ি’ রিলিজ হয়েছে। অনেকেই ভেবেছিলেন, সেই নাটকেরই কোন ছবি কিনা। কিন্তু না। নিজের গোপন বিয়ের খবর দিয়েই চমকে দিয়েছেন জোভান।
নাটকের পরিচালক নিশ্চিত করেন ছবিটি তাঁর পরিচালিত নাটকের নয়।
জোভান ২০১১ সালে বিনোদন অঙ্গনে কাযে নামেন। এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। পাশাপাশি তিনি অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের সূত্রে অনেকের সাথে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। এবারই বিয়ের সাদাকালো ছবি সেই গুঞ্জনের সমাপ্তি টানলো। তবে এখনো বাকি আছে আরো কিছু জানার।