সৌদি লিগে আসার কৃতিত্ব যাদের দিলেন নেইমার
সাদাকালো নিউজ
চলতি দলবদলের মৌসুমে মেসি-এমবাপের মতো ক্লাব ছাড়া নিয়ে আলোচনায় ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে মৌসুম শুরুর আগ মূহুর্তে আর্ন্তজার্তিক গণমাধ্যমে গুঞ্জন উঠে পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভাবনায় নেই সাবেক বার্সা এই তারকা। এরপরই নেইমারের ক্লাব ছাড়া নিয়ে চলে নানা ক্লাবের গুঞ্জন। অবশেষ পিএসজি ছেড়ে বিশাল অঙ্কের পারিশ্রমিকে আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
তবে ইউরোপ ছেড়ে আরব দেশটিতে নতুন ঠিকানা লেখা নেইমারের জন্য সিদ্ধান্তটা কেমন ছিলো! এ নিয়ে মুখখলেন সেলেসাও তারকা। আল হিলালে যোগ দেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্রিশ্চিয়ানো রোনালদো এই সবকিছু শুরু করেছেন। সবাই তখন তাকে বলেছিল পাগল এবং এটা সেটা আরো নানা কিছু। আজকে দেখুন, এই লিগ শুধু উন্নত থেকে আরো উন্নত হচ্ছে, পরিধি বেড়েই চলেছে।’
এবারের গ্রীষ্মে করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, এনগোলো কন্তে, জর্ডান হেন্ডারসন, রবের্তো ফিরমিনো, এদুয়াঁ মঁদি, কালিদু কুলিবালি, অ্যালেক্স তেলিস, ম্যালকম, রুবেন নেভেসের মতো তারকা দেশটির বিভিন্ন দলে যোগ দিয়েছেন। এতো এতো তারকার সমারহ আল হিলালে যোগ দিতে অনুপ্রাণিত করেছে।
সাবেক বার্সা তারকা এ নিয়ে বলেন, ‘এটা রোমাঞ্চকর। অন্য দলগুলিতে শীর্ষ পর্যায়ের এত ফুটবলার থাকায় তা যে কাউকে ভালো খেলতে আরো অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। তার ওপর যদি রোনালদো, বেনজেমা, ফিরমিনোর মতো ফুটবলারদের বিপক্ষে খেলতে হয়, তাহলে তো উত্তেজনা আরো বেশি।’
‘দলে মানসম্পন্ন ফুটবলার থাকা খুব জরুরি। ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অবশ্যই তা সবসময় সহায়তা করে। আমার ক্ষেত্রেও সত্যি।’, বলেন নেইমার।
এছাড়া নতুন ক্লাবে নিজের ভবিষ্যৎ কথা প্রকাশ করে নেইমার বলেন, ‘নতুন ইতিহাস গড়তে আমি খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়। সতীর্থদের নিয়ে এই ক্লাবের সব চাওয়া পূরণ করতে, আরো অনেক ট্রফি জিততে এবং ক্লাবের সব লক্ষ্য পূরণ করার পিছু ছুটতে মুখিয়ে আছি।’