সৌদি ক্লাবের ২৩৬৫ কোটি টাকার প্রস্তাব রোনালদোকে পেতে
সাদাকালো নিউজ
ক্রিশ্চিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরই মধ্যে এবার নতুন খবর, তাকে দলে পেতে বিশাল অঙ্কের প্রস্তাবই দিয়ে বসেছে সৌদি এক ক্লাব। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, রোনালদোকে ২৩৬৫ কোটি টাকার প্রস্তাব ইতোমধ্যেই দিয়ে বসেছে সৌদি সেই ক্লাব। এই প্রস্তাবে রাজি হলে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেদের পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হবেন রোনালদো।
এমন চাঞ্চল্যকর খবর জানিয়েছে টিভিআই আর সিএনএন পর্তুগাল। তাদের ভাষ্য, সৌদি সেই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ২৮৩ কোটি ট্রান্সফার ফিতে দিতে আগ্রহী। তবে মূল খরচটা সে ক্লাব করতে চায় রোনালদোর বেতনে।
রোনালদোকে দলে ভেড়াতে ৩০ কোটি ইউরোর প্রকল্প হাতে নিয়েছে সেই ক্লাব। তার ৩ কোটি ইউরো যাবে ট্রান্সফার ফি-তে। ২৫ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ২৩৬৫ টাকা রোনালদোকে দিতে চায় ক্লাবটি। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়ে এই অর্থ দুই বছরে দেবে সেই ক্লাব। আর বাকি ২ কোটি ইউরো যাবে তার এজেন্ট জর্জ মেন্দেজের পকেটে।
রোনালদো ইউনাইটেডে প্রতি মৌসুমে ৩.৬ কোটি ইউরো আয় করেন। সৌদি ক্লাবের অবিশ্বাস্য এই প্রস্তাব যদি শেষমেশ মেনেই নেন তিনি, তাহলে এমবাপেকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হয়ে যাবেন তিনি। বর্তমানে কিলিয়ান এমবাপে পিএসজি থেকে ৬.২ কোটি ইউরো আয় করে থাকেন।