সৌদিতে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানালেন রাষ্ট্রদূত
সাদাকালো নিউজ
বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। চলতি বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন, যার অধিকাংশই সৌদি আরবে চলে এসেছেন।
আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট। গতকাল বাংলাদেশ থেকে ৭৭৭ ফ্লাইটে ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে দুপুর ৩টায় পৌঁছালে রাষ্ট্রদূত হজযাত্রীদের স্বাগত জানান।
এ সময় জেদ্দাস্থ বাংলদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।
২০২২ সালে পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এদিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।
আরাফাতে অবস্থান করা হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এসময় এখানে খুতবা পড়া হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়।
এবার বাংলাসহ ১৪ ভাষায় প্রচার হবে হজের খুতবা। অন্যান্য ভাষাভাষীদের সুবিধার্থে এবার ১৪টি ভাষায় অনুবাদ করে এটি প্রচার হবে। এতে করে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে।
ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল।