সোহানের একটি ভুল! লজ্জার রেকর্ডের শিকার বাংলাদেশ!
সাদাকালো নিউজ
টি-টোয়েন্টি ফরম্যাটে লজ্জার এক রেকর্ডের শিকার হলো বাংলাদেশ ক্রিকেট দল। এই ফরম্যাটের ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হার দেখে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানরা। প্রোটিয়াদের বিপক্ষে সিডনিতে ১০৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের হার ছিল সর্বোচ্চ।
সিডনিতে দক্ষিণ আফ্রিকা করেছিল ৫ উইকেটে ২০৫ রান। জবাবে ১০১ রানে থামে বাংলাদেশ। লজ্জার রেকর্ডের জন্য অবশ্য নুরুল হাসান সোহানের একটি ভুল বড় দায়ী। সোহানের কারণে ম্যাচে ৫ রান পেনাল্টির শিকার হয় বাংলাদেশ। সাকিবের বোলিংয়ের সময় নড়াচড়া করায় ৫ রান জরিমানা গুনতে হয় বাংলাদেশকে।
যদি সোহান না নড়তো তবে পেনাল্টিতে ৫ রান যোগ হতো না দক্ষিণ আফ্রিকার ইনিংসে। সেক্ষেত্রে ২০০ রানের বেশি হতো না প্রোটিয়াদের। তখন বাংলাদেশ হারতো ৯৯ রানে।
এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলার শুরুতে এই ফরম্যাটের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ। ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের বিশাল ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ।
সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৩ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।