সোহাগের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি
সাদাকালো নিউজ
আর্থিক অনিয়মের দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সেইসাথে দশ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।
সোহাগের ব্যাপারে বাফুফে কী করবে সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানিয়েছিলেন, নিজেদের মধ্যে বৈঠকের পরই সিদ্ধান্ত জানানো হবে।
সেই সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে। সোহাগের জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৭ থেকে বাফুফেতে কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও প্রটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ইমরান হোসেন তুষারকে।
সেইসাথে সোহাগের ব্যাপারে তদন্ত করার জন্য দশ সদস্যের কমিটিও দিয়েছে বাফুফে। নিজেই এই বিষয়ে সাংবাদিকদের জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমরা একটা কমিটি করেছি। যা হয়েছে এবং কেনো হয়েছে সেটা তদন্তের জন্য। সাত জনের কমিটি করেছি এবং আমাদের অভ্যন্তরীন কমিটি আছে একটা। অডিট কমিটি আছে।’
সাত সদস্যের কমিটিতে আছেন বাফুফের চার সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, মহিউদ্দিন মহী ও আতাউর রহমান ভূঁইয়া, বাফুফের সদস্য সত্যজিৎ দাস, ইলিয়াস হোসেন ও জাকির হোসেন চৌধুরী। এছাড়াও আছেন বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটির তিন সদস্য। সবমিলিয়ে মোট দশ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে।
এই দুই কমিটি মিলে আগামী ৩০ দিনের ভেতর প্রতিবেদন জমা দেবে বলেও আশ্বাস দেন সালাউদ্দিন, ‘এই দুইটা মিলে পরবর্তী ৩০ দিনের মধ্যে একটা রিপোর্ট দেবে। আগামী ৩০ দিনের মধ্যে আপনাদের জানানো হবে।
বাফুফে সভাপতি আরো যোগ করেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না তারা, ‘কি হয়েছে এবং কেনো হল তা জানাতে চাই। আমরা নিশ্চিত করতে চাই, এই ব্যাপারটা যেনো আগামীতে পুনরায় আর না হয়।’