সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭
সাদাকালো নিউজ
সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণে শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩ জন। শুক্রবার অঞ্চলটির কোরিওলেই শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।
এর আগে স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা বার্তা সংস্থাকে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছিলেন।
কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘আজ (শুক্রবার) কোরিওলেই শহরের কাছে এই বিপর্যয় ঘটেছে। তারা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল, সেটি তাদের ওপর বিস্ফোরিত হয়। এই এলাকা থেকে মাইন ও গোলা পরিষ্কার করার জন্য আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ করেছি।’
স্থানীয় বাসিন্দারা জানায়, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে শিশুদের সঙ্গে খেলা হয়, সোমালিয়ার যুদ্ধরত পক্ষগুলো এগুলো ব্যবহার করেছিল।