সৈয়দপুরে ব্রিটিশ রানীর শত বছরের সেলুন কোচ
সাদাকালো নিউজ
কোচ নম্বর ১২’শ৬৫। পরিচিত প্রেসিডেন্ট সেলুন কোচ নামে। কোচের ভিতর লালগালিচায় মোড়ানো কাঠের ছয়টি কামরা। পুরোটাই সেগুন কাঠের তৈরি। চমৎকার রং আর বৈচিত্রপূর্ণ নকশা সেই কাঠজুড়ে। ৬ কামরাবিশিষ্ঠ এই কোচের প্রতিটি কক্ষেই আছে কাঠের তৈরি কারুকার্যখচিত খাট, কাপড় রাখার আলমারি, নান্দনিক ডিজাইনের লাইটিং, ফ্যান, এসি ও দামি ফার্নিচার। পুরো কোচ লাল মখমলের কার্পেটিং করা।
প্রতিটি কক্ষের সঙ্গে একটি করে অ্যাটাচ বাথরুম ও বেলজিয়ামের উন্নত স্যানিটারি ফিটিংস। একটি কনফারেন্স রুম। সাধারণ কোচে আটটি চাকা থাকলেও, সেলুনটিতে রয়েছে ১২টি চাকা। বোঝাই যায় না, এগুলো শত বছর আগের তৈরি। ব্রিটিশ আমলের এসব আসবাব বর্তমান সময়ের আধুনিকতাকেও হার মানায়। এই সেলুন কোচটি বর্তমানে সংরক্ষিত রাখা আছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে।
সৈয়দপুর রেলওয়ের বিল্ডার্স প্লেটে লেখা আছে ১৯২৭ সালে ব্রিটেনের একটি কারখানায় তৈরি হয়েছে এই সেলুন। মূলত ব্রিটেনের রানীর বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য সেলুনটি ভারতে আনা হয়। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে এই সেলুনটি উপহার হিসেবে দিয়ে যায় ব্রিটিশ সরকার। স্বাধীনতার পর দেশের রাষ্ট্র প্রধান এই প্রেসিডেন্ট সেলুনে ভ্রমণ করতেন।
প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন তিনিই একমাত্র এই সেলুন ব্যবহার করেছিলেন। ১৯৮১ সালে সেলুনটি অকেজো হয়ে পড়লে সৈয়দপুর কারখানায় নিয়ে আসা হয়।