সেঞ্চুরি নাম্বার থার্টি ফর নাঈম ইসলাম
সাদাকালো নিউজ
‘যতদিন ফিট আছি ততদিন খেলব’ —বলছিলেন নাঈম ইসলাম। নিজের এই মন্ত্রতেই ২২ গজে আনন্দ খুঁজে পান ডানহাতি ব্যাটসম্যান। সেই আনন্দ রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) নাঈম দেখা পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ৩০তম সেঞ্চুরির। চলমান বিসিএলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় বিসিবি নর্থ জোনের হয়ে ইসলামী ব্যাংকের বিপক্ষে ১০৭ রান করেন নাঈম।
প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের চেয়ে কেবল সেঞ্চুরিতে এগিয়ে আছেন তুষার ইমরান। ১১ হাজার ৯৭২ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাওয়া তুষার সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২টি। ৩০ সেঞ্চুরিতে নাঈম তার পেছনে ছুটছেন। সঙ্গে ১০ হাজার রানের মাইলফলকও ছোঁয়ার অপেক্ষায় ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ১৬২ প্রথম শ্রেণির ম্যাচে নাঈমের রান ৯ হাজার ৮২৩।