সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে
সাদাকালো নিউজ
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল উভয় বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বেড়েছে। গতকাল লেনদেনের শুরুতেই উত্থান দেখা গেলেও বিক্রির চাপে সূচকের পতন নেমে আসে এবং সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেষ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট নেতিবাচক থাকে। বাকি দুটির মধ্যে একটি সূচক ইতিবাচক গতিতে ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে নেতিবাচক গতি দেখা যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে ছয় হাজার ২২৯ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৩৫০ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক শূন্য দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে দুই হাজার ১৩১ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে ৭ লাখ ৭৪ হাজার ৯১২ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৫৮ কোটি ২৬ লাখ টাকা। এদিন ৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৬৭৮টি শেয়ার ৯১ হাজার ৬২৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত ছিল ১৪৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ৩০ কোটি ১৯ লাখ টাকায় কোম্পানিটির ১৫ লাখ ১৪ হাজার ৫৩৫টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৮ টাকা ২০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ১৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল স্কয়ার ফার্মা, দেশবন্ধুু পলিমার, ফু ওয়াং ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, এমারাল্ড অয়েল। ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে দেশবন্ধু পলিমার। এরপরে এপেক্স স্পিনিংয়ের দর ৫ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। সি পার্ল বিচ রিসোর্টের দর ৪ দশমিক ২৪ শতাংশ, ফু ওয়াং ফুডের দর ১ দশমিক ৭৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর ১ দশমিক ৫৩ শতাংশ, হা ওয়েল টেক্সটাইলের দর ১ দশমিক ৫২ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের দর ১ দশমিক ৪২ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের দর ১ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ছয় দশমিক ০৬ শতাংশ দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আলহাজ টেক্সটাইলের দর ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। এছাড়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর ৫ দশমিক ১৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর ৪ দশমিক ৮৯ শতাংশ এবং মুন্ন– এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের দর ৪ দশমিক ৪৪ শতাংশ কমেছে। বসুন্ধরা পেপার মিলসের দর ৪ দশমিক ২৮ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের দর ৩ দশমিক ৯০ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের দর ৩ দশমিক ৮৫ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটারসের দর ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে ১১ হাজার ৪১ দশমিক ৯২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে ১৮ হাজার ৪৭০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির দর।
সিএসইতে এদিন ১৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে ১৬ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৩১৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এ হিসাবে লেনদেন কমেছে ২ কোটি ৫৪ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।