সূচকের পতন শেয়ারবাজারে
সাদাকালো নিউজ
দেশের শেয়ারবাজারে বুধবার (১৪ জুন) সূচকের টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৩৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৫টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৭২৩ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৯ কোটি ১৪ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৪২ পয়েন্ট কমে ১১ হাজার ৯৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত আছে ৯৫ টির। দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।