সূচকের পতন, কমেছে লেনদেন
সাদাকালো নিউজ
দেশের শেয়ারবাজারে রোববার (১১ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে ।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২১৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।