সুস্থ হয়েই তলোয়ার হাতে সুস্মিতা!
সাদাকালো নিউজ
সম্প্রতি ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং চালকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েকদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। সুস্থ হয়েই ফের কাজে ফিরলেন অভিনেত্রী।
দুই হাতে বনবন করে ঘোরাচ্ছেন তরবারি। ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং শুরু করলেন সুস্মিতা সেন। অভিনেত্রীর ভিডিও দেখে বলার কোনো উপায় নেই যে তিনি মাস দুয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতা লেখেন, ‘দু’দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে। তবে সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার হৃদয়টি বড়।’
জানা যায়, শ্যুটিং চালকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা হয়।
পরে আবার প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তার খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতেন বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন।