সীমা লঙ্ঘন করলেই মুখ খুলবেন কৃতি
সাদাকালো নিউজ
অভিনেত্রী কৃতি স্যানন। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও কাজ করছেন। তামিল-হিন্দি ভাষার ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কৃতি।
এ সিনেমায় কাজ করতে গিয়ে একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন প্রভাস-কৃতি। অনেকবার এ জুটির প্রেমের গুঞ্জন ভেসে বেরিয়েছে শোবিজ অঙ্গনে। কয়েক দিন আগে ভারতের একজন ফিল্ম বিশ্লেষক দাবি করেন— ‘বিয়ে করতে যাচ্ছেন প্রভাস-কৃতি।
বিষয়টি নেটদুনিয়ায় জোর চর্চা হলেও মুখে কুলুপ আঁটেন প্রভাস-কৃতি। এবার ব্যক্তিগত জীবনের গুঞ্জন বা মিথ্যা খবর নিয়ে নিজের ভাবনার কথা জানালেন কৃতি। ‘সাধারণ মানুষের স্মৃতিশক্তি সংক্ষিপ্ত। কারণ এখন যে গুঞ্জন উড়ছে, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে। যেকোনো গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানানো মানে ওই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়া।’
‘যখন কোনো মিথ্যা খবর বা গুজব পরিবার ও আমার উপর প্রভাব ফেলে, তখনই প্রতিক্রিয়া জানিয়ে থাকি। আমি ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া জানাই না, যতক্ষণ পর্যন্ত বিষয়টি সীমা লঙ্ঘন না করছে।’ বলেন কৃতি।