ঢাকায় কমেছে তাপমাত্রা, বৃষ্টি হতে পারে সিলেটে
সাদাকালো নিউজ
চৈত্র মাস থেকেই শুরু হয় দাবদাহ। বৈশাখে এসে রোদের তাপে জনজীবন হয়ে উঠে কাহিল। উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। এমন পরিস্থিতিতে গতকালের মতো সিলেট বিভাগের দুএক জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সাত বিভাগে চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
পূর্ভাবাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
তাপ প্রবাহ:
রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলাসমুহ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক:
মঙ্গলবার সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ %।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (ঈশ্বরদী)
৪৩ ডিগ্রি সেলসিয়াস
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (রাজারহাট)
২১.৫ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (বদলগাছী)
২২ ডিগ্রি সেলসিয়াস
আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
২৮.৩ ডিগ্রি সেলসিয়াস