সিনেমার সবাইকে নেতৃত্ব দেবেন কিংবদন্তি নায়ক আলমগীর!
নাফিজা আক্তার
সাম্প্রতিক সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা টালমাটাল। এমন সময়ে সিনেমা সংশ্লিষ্ট ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘চলচ্চিত্র পরিবার’ নামের জোট। আর সেই জোটের প্রধান হয়েছেন নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর।
বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে একে অপরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে ফের চলচ্চিত্র পরিবার সক্রিয় হয়েছে। নতুন করে গঠিত হয়েছে এর আহ্বায়ক কমিটি। এতে প্রধান আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে কিংবদন্তি নায়ক আলমগীরকে।
৯ মার্চ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে সবার সম্মিলিত সিদ্ধান্তে আলমগীরকে মুখ্য নেতা হিসেবে ঘোষণা করা হয়। তার নেতৃত্বেই সিনেমার জন্য কাজ করবে চলচ্চিত্র পরিবার তথা সিনেমা ইন্ডাস্ট্রির প্রায় সবাই।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব সংগঠনের নেতারা। আলোচনা শেষে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি আমাদের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেবের নেতৃত্বে এগুবো। চলচ্চিত্রের এই সংকটে চেয়ার নিয়ে টানাটানি দেখতে চাই না। চাই- সব সংগঠনগুলো দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করুক।’
নায়ক আলমগীর বলেন, আজ আমরা শিল্পী সমিতির নির্বাচন ও ফলাফল কোনো কিছু নিয়েই কথা বলিনি। আমরা কথা বলেছি, চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হবে তা নিয়ে। আমাদের চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা। এটা কী করে উন্নয়ন করা যায়, হল বাড়ানো যায়, নায়ক-নায়িকা বাড়ানো যায়, এসব নিয়ে আমরা কথা বলেছি।