সিদ্ধার্থ-শেহনাজের যে খবর সামনে আসায় কাঁদছেন ভক্তরা
রাকিব হাসান
পয়লা সেপ্টেম্বর। মাত্র ৪০ বছর বয়সে হঠাৎ করেই পরপারে পাড়ি জমান ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এভাবে অকালে চলে যাওয়ায় কালো ছায়া নেমে আসে বলিউডে।
বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে মন দেয়ানেয়া ছিল সিদ্ধার্থের। শোকের মাঝেই সিদ্ধার্থ-শেহনাজকে নিয়ে নানা তথ্য সামনে আসছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি বছর ডিসেম্বর মাসে বিয়ে করতে চেয়েছিলেন সিদ্ধার্থ-শেহনাজ। মুম্বাইয়ের একটি দামি হোটেলে অনূষ্ঠানের বিষয়েও হয়েছিল কথাবার্তা।
হঠাৎ করেই সব বদলে গেল। পরপারে সিদ্ধার্থ। শেহনাজ একা। স্বপ্নগুলোই এখন সঙ্গী। শত চেষ্টাতেও আর সিদ্ধার্থের সাথে সংসার করা হল না শেহনাজের।
দুই শিল্পীই গোপন রাখেন তাদের বিয়ের প্রস্তুতির খবর। পারিবারিকভাবেই চলছিল বিয়ের প্রস্তুতি। অনুষ্ঠানের জন্য হোটেলের কয়েকটি ঘর, ব্যাঙ্কোয়েট এবং অন্যান্য পরিষেবার জন্য প্রাথমিক কথা হয়েছিল। পরিকল্পনা ছিল তিন দিনের অনুষ্ঠানের।
এদিকে প্রেমিক সিদ্ধার্থের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেন নি শেহনাজ। অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শেহনাজের এক বান্ধবী জানান, শেহনাজ তার ফোন বন্ধ করে দিয়েছেন। তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। প্রয়াত অভিনেতার শেষকৃত্যে তাঁর অবস্থা দেখে মর্মাহত হন ভক্তরা। তার প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকেই।
বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক সবাই জানতেন। তাঁদের সম্পর্কের রসায়নও ছিল বেশ রোম্যান্টিক। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে এই জুটি ‘সিজনাজ’ নামে বেশ জনপ্রিয় ছিল।
একতা কাপুরের ‘ব্রোকেন বাট বিউটিফুল থ্রি’ ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ। এ ছাড়া ‘বালিকা বধূ’ ও ‘দিল সে দিল তক’ ধারবাহিকেও অভিনয় করে আলোচিত হন তিনি। বান্ধবী শেহনাজ গিলের সঙ্গে তাঁর বিগ বস ওটিটি সঞ্চালনা করার কথা ছিল।