সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে রোবট পুলিশ!
সাদাকালো নিউজ
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত ও অত্যাধুনিক করেছে সিঙ্গাপুর। দেশটির বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট। এই প্রযুক্তিকে প্রযুক্তিগত হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর পুলিশ বাহিনী।
সাত ফুট উচ্চতার রোবটগুলো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে সব দেখতে পারে। অর্থ্যাৎ সবদিক খুব ভালোভাবে নজর রাখতে পারে এটি।
আপাতত সিঙ্গাপুর পুলিশ বাহিনী এই দুটি রোবটকে ব্যবহার করছে চাঙ্গি বিমানবন্দরে। পাঁচ বছর ট্রায়ালের পর ব্যবহার করা হচ্ছে রোবট দুটিকে। গত এপ্রিল মাস থেকে চাঙ্গি বিমানবন্দরে টহল দিচ্ছে এই রোবট পুলিশ।
ভবিষ্যতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি বিভিন্ন স্থানে ফ্রন্টলাইন পুলিশ অফিসারের সংখ্যা বাড়াতে আরও রোবট নামানোর পরিকল্পনা করছে।
জানা গেছে, কোনো ঘটনা ঘটলে রোবটগুলো তাদের নিজস্ব সংকেত ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। পুলিশ না আসা পর্যন্ত তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এছাড়া সাধারণ মানুষও এই রোবটের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সম্প্রতি সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, শহর ও রাজ্যগুলোতে ক্রমেই এই ধরনের আরও রোবট নামানো হবে।
বিমানবন্দর পুলিশের সুপারিনটেনডেন্ট এবং অপারেশনস হেড লিম কে ওয়েই বলেন, রোবটিকস যুক্ত করায় আমাদের ফ্রন্টলাইন কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতা বাড়বে।