সার্ভার সমস্যায় ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি
সাদাকালো নিউজ
সার্ভার সমস্যার কারণে, ট্রেনে টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে এ নিয়ে বিভিন্ন অভিযোগ করছেন তারা।
যাত্রীরা জানান, দ্বিতীয় দিনে টিকিট কাটতে এসে রেজিস্ট্রেশন করতে পারছেন না। আজ দেওয়া হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট। আজও দেশের পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
এদিকে পূর্বাঞ্চলে টিকিট এখনো অবিক্রিত রয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি আরও বলেন, ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীর গতি দেখা যাচ্ছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এবারের ঈদযাত্রায় রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইন আর মোবাইল অ্যাপের মাধ্যমে।
শনিবার (৮ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।
ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।