সাভারে শিক্ষক হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার
সাদাকালো নিউজ
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে গ্রেপ্তার করা হয় গাজীপুরের শ্রীপুর থেকে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উৎপল কুমার আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আর জিতু প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। গেল শনিবার ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পেটানো হয়। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পরদিন রোববার আশুলিয়া থানায় জিতুকে প্রধান ও আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন উৎপলের ভাই অসীম কুমার সরকার।
এদিকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।