সাবেক ভূমিমন্ত্রীর কবল থেকে ইউসিবি ব্যাংক রক্ষার দাবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের কবল থেকে মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন ইউসিবি ব্যাংকের কয়েকজন শেয়ার হোল্ডার ও কর্মচারীরা।
বৃহস্পতিবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের ব্যানারে লেখা ছিল- স্বৈরাচার সরকারের সাবেক ভূমিমন্ত্রী দুর্নীতিবাজ, অবৈধভাবে লন্ডনে ইউসিবি ব্যাংকের ১২ হাজার কোটি টাকা পাচারকারী সাইফুজ্জান চৌধুরী জাভেদ ও তার পরিবার হতে ব্যাংকের মুক্তি চাই।