সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুডস
সাদাকালো নিউজ
ডিএসই
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১০.৯০ টাকা বা ৩৪.০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ১৭.০১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৫.২২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১২.৯৬ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১২.৩৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১১.৪৮ শতাংশ, ওরিয়ন ইসফিউশনের ১০.৭৯ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।