সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৯.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১২.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২.৯০ টাকা বা ৩০.৫৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ১৮.০৭ শতাংশ, এপেক্স ট্যানারির ১৪.৮১ শতাংশ, সমতা লেদারের ১১.৪৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১০.২৫ শতাংশ, সি পার্ল বিচের ৮.২৭ শতাংশ, আজিজ পাইপসের ৮.১৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৮ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।