সানি লিওন সম্পর্কে ১০টি অজানা তথ্য
সাদাকালো নিউজ
ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়ান নীল ছবির তারকা সানি লিওন। তাঁর সম্পর্কে অনেক তথ্যই ভক্তদের জানা। আজ আমরা জানাবো এমন ১০টি অজানা তথ্য, যা খুব বেশি প্রকাশ্যে আসেনি।
১. পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন সানি লিওন। এরপর ২০০১ সালে পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। সেই থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় সানির।
২. নীল সিনেমায় অভিনয়ের শুরুতে সানি প্রথমে শুধুমাত্র নারী সহকর্মীদের সঙ্গে অভিনয় করবেন বলে স্থির করেছিলেন।
৩. অথচ এই সানিকে ছোটোবেলায় বাবা-মা ক্যাথোলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন।
৪. ২০০৪ সালে সানি ‘দ্য গার্ল নেক্সট ডোর’সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন।
৫. ২০০৪ সালে অ্যান্টি বুশ প্রচারে অংশ নিয়ে নিজের চুল ছেটে প্রতিবাদ জানান সানি লিওন।
৬. এই অভিনেত্রী রোজগার শুরু করেন মাত্র ১৫ বছর বয়স থেকে। সে সময় কাজ পান জার্মান বেকারিতে।
৭. নীল ছবির বাইরে ২০০৫ সালে একটি টিভি চ্যানেলে সানিকে প্রথম দেখা যায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন এই সাড়া জাগানো আইটেম গার্ল।
৮. সানির জীবনের দ্বিতীয় ছবি ‘ভারচুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। এই ছবিতে অভিনয় করে সানি জেতেন এভিএন অ্যাওয়ার্ড; নীল ছবির দুনিয়ায় যেটাকে তুলনা করা হয় অস্কারের সঙ্গে।
৯. ২০১০ সালে করা ম্যাক্সিম ম্যাগাজিনের বিশ্বসেরা ১০ নীল ছবির তারকাদের তালিকায় ছিলেন সানি লিওন।
১০. ব্যক্তিগত জীবনে প্লেবয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সানির।