সাকিব-লিটনকে ছাড়পত্র দিয়েছে বিসিবি
সাদাকালো নিউজ
আইপিএলে খেলার সুযোগ এলেও শেষমেশ নানা জটিলতায় খেলা হয়নি সাকিব আল হাসানের। খেলতে গিয়েছিলেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেন মাত্র এক ম্যাচ। আরও হয়তো খেলার সুযোগ ছিল। তবে পারিবারিক সমস্যা থাকায় আগেই ফিরেছিলেন। তাকে এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম থেকেই খেলবেন। সঙ্গী হবেন সাকিব আল হাসানও।
আগামী ২১ জুলাই থেকে কানাডায় বসবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। সেখানে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। লিটনের দল সারে জগার্স।
ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেন, ‘ওদেরকে ছুটি দেওয়া হয়েছে। সাকিব ২০ জুলাই থেকে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য ছুটি নিয়েছে। লিটনও এই টুর্নামেন্টের জন্য ছুটি নিয়েছে।’
আগামী ১৬ জুলাই আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাবেন তারা। ওই টুর্নামেন্ট শেষে লিটন দেশে ফিরবেন। তবে সাকিব আপাতত দেশে ফিরবেন না। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলে তবেই ফিরবেন তিনি। ওই টুর্নামেন্টের জন্যও ছাড়পত্র পেয়েছেন। এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলবেন সাকিব। আগামী ৩২ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। ওই টুর্নামেন্ট শেষে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন।