সাকিবের সঙ্গে বৈঠকে বসেছেন পাপন
সাদাকালো নিউজ
দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে নাম থাকলেও দলের সাথে যুক্ত হননি অলরাউন্ডার সাকিব আল হাসান।
শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে আজ (শনিবার) দুপুরে হঠাৎ করেই মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছেন সাকিব-পাপন।
মিরপুরের বিসিবি ভবনে দুপুর ১২.৩০টার দিকে প্রবেশ করেন ক্রিকেট বোর্ড সভাপতি পাপন। তার কিছুক্ষণপরই হাজির হন সাকিব আল হাসান।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজ এ সাকিব অংশগ্রহন করবেন কি করবেন না এ নিয়ে জল ঘোলা হয়েছে বেশ।
কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছিলেন সাকিব। জানিয়েছিলেন আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না তিনি। এরপর প্রথমে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি। সাকিবের ওই প্রস্তাব আমলে নিয়ে ৫০দিনের বিশ্রাম দিয়েছে বিসিবি।
তবে আজ বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি। বৈঠকে সাকিব-পাপন ছাড়াও উপস্থিত আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক।