সাকিবের পর মুশফিকের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ
সাদাকালো নিউজ
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে বাংলাদেশ অধিনায়কের। সাকিবের ফিফটির পর ফিফটি তুলে নেন মুশফিকও। ৬৯ বলে ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নেন মুশফিক।
৩৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। সাকিব ৭৩ ও মুশফিক আছেন ৫২ রানে।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে বাংলাদেশ অধিনায়কের। সাকিবের ফিফটির পর ফিফটি তুলে নেন মুশফিকও। ৬৯ বলে ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নেন মুশফিক।
৩৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। সাকিব ৭৩ ও মুশফিক আছেন ৫২ রানে।