সাইবেরিয়া থেকে বিমানে আসবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ফুয়েল
সাদাকালো নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল আসবে সাইবেরিয়া থেকে। বাংলাদেশে পৌঁছাবে বিমানে করে। কতটা প্রস্তুত সেই ফুয়েল, তা খতিয়ে দেখতে বাংলাদেশের একটি দল এখন রাশিয়ায়। ঢাকার মস্কো চ্যার্জ দি অ্যাফেয়ার্স জানান শিগগিরই পারমাণবিক শক্তিধর ক্লাবে যুক্ত হবে বাংলাদেশ।
আর কদিন পরই পারমাণবিক শক্তিধর ক্লাবে যোগ দিচ্ছে বাংলাদেশ। প্রস্তুত হচ্ছে রূপপুর। যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের টানাপোড়েন ছিল বেশ। তবে শতবাধা দূরে ঠেলে কতটা এগুলো আগ্রগতি তা দেখতে ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেলেন রোসাটমের মহাপরিচালক। দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। জানালেন, সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে পারমাণবিক ফুয়েল।
সাইবেরিয়াতে কতটা প্রস্তুত আছে বাংলাদেশের ফুয়েল তা দেখতে এরই মধ্যে প্রকল্পের বিশেষজ্ঞরা দেশটির পথে। ঢাকার রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত কতারিনা সেমিওনোভা বিষয়টি নিশ্চিত করেন।
সাইবেরিয়া থেকে বিমানে আসবে পারমাণবিক ফুয়েল। ডেপুটি রাষ্ট্রদূত বলেন, অনেক নিষেধাজ্ঞাই আসছে তবে বাধাগ্রস্থ করতে পারেনি রূপপুরের কাজ।
তার দাবি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাড়তি গতি দেবে।