সহজ ডট কমে টিকিট কেটেও সিট পেলেন না
সাদাকালো নিউজ
অনলাইনে জামালপুর এক্সপ্রেসের এসি ‘গ’ বগির টিকিট কেটেছেন কিন্তু ট্রেন ছাড়ার আগ মুহূর্তে স্টেশনে এসে যাত্রীরা দেখেন, ট্রেন আছে কিন্তু বগি নেই। বগিটিতে ৭০ জন যাত্রীর যাওয়ার কথা থাকলেও কেউই যেতে পারেননি।
ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে সকাল সাড়ে ১০টায় জামালপুরের উদ্দেশে ছেড়ে যায় একটি বগি ছাড়াই। ট্রেন ছাড়ার আগে কমলাপুর রেলস্টেশনে ঘোষণা করা হয়, জামালপুর এক্সপ্রেসের ‘গ’ বগি যাবে না। টিকিট ফেরত দিতে ৪ নম্বর কাউন্টারে যোগাযোগ করুন।
ওই বগির টিকিটপ্রাপ্ত যাত্রী আলম ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ট্রেনের বগি খুঁজে পাচ্ছি না, কিন্তু কর্তৃপক্ষ কিছু বলছে না। তিনি বলেন, স্টেশন মাস্টার আর ম্যানেজারকেও খুঁজে পাচ্ছি না।
আরেক যাত্রী তুহিন ইসলাম জানান, অনলাইনে টিকিট কেটেছি। এখন এসে দেখি ট্রেন আছে, বগি নেই। এনাউন্সমেন্টে টাকা ফেরত নেওয়ার কথা বলছে। সংশ্লিষ্ট কেউ কোনো সদুত্তর দিচ্ছে না। বগি না থাকলে টিকিট দিয়ে কেন আমাদের ভোগান্তিতে ফেলল কর্তৃপক্ষ।
জানা যায়, ওই বগির কিছু যাত্রী কাউন্টারে টিকিট ফেরত দিয়েছেন। আবার কয়েকজন টিকিট ফেরত না দিয়েই ট্রেনে উঠেছেন। সিট না পেলেও তারা ওই টিকিট দেখিয়ে যাত্রা করবেন।